ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতার বিরোধীরা এখন দাড়িপাল্লায় ভোট চাইছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:১৪, ২৪ জানুয়ারি ২০২৬
স্বাধীনতার বিরোধীরা এখন দাড়িপাল্লায় ভোট চাইছে: মির্জা ফখরুল

শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাধীনতার বিরোধিতাকারীরাই এখন নির্বাচনের মাঠে দাড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের ১৯৭১ সালের কথা মনে আছে। যুদ্ধের কথা মনে আছে। আমরা সে সময় পাকিস্তানিদের সাথে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, অস্ত্র ধরেছিলাম। কেউ বাহির থেকে এসে যুদ্ধ করে দিয়ে যায়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি বন্ধুগণ। কিন্তু ওই সময় যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তারা আজ দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। আপনারাই বলেন, তারা স্বাধীনতার পক্ষে ছিলো নাকি বিপক্ষে ছিলো।” 

এ সময় তিনি আরো বলেন, “তারেক রহমানের পরিকল্পনার ফ্যামিলি কার্ড হবে মা বোনদের অস্ত্র। এই কার্ড দিয়ে মা বোনদের সংসারে অনেক কাজে আসবে। ” 

এমন করে কৃষকদের জন্য কৃষি কার্ড করা হবে জানিয়ে তিনি বলেন, “ওই কার্ড দিয়ে কৃষকরা উপকৃত হবেন। স্বাস্থ্যকার্ড দিয়ে আমরা সহজে স্বাস্থ্যসেবা পাব।” 

মির্জা ফখরুল বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এ নির্বাচনে আপনাদের কাছে ভোট চাই। আমার মার্কা আপনারা জানেন ধানের শীষ।” 

এই আসনে বিগত দিনে মির্জা ফখরুল এমপি নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার পর যেসব উন্নয়নমূলক কাজ করেছেন সেসব মঞ্চে তুলে ধরেন কয়েকজন ভোটার। এর মধ্যে কৃষি কাজে সেচ সুবিধার্থে বরেন্দ্র বহুমুখী প্রকল্পসহ একাধিক উন্নয়নের কথা তুলে ধরেন এবং নতুন উন্নয়নমূলক প্রত্যাশা করেন ভোটাররা। 

নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো ও সকল ধর্মের মানুষের নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল।

ঢাকা/ হিমেল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়