ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমরা বস্তাপচা রাজনীতি করতে চাই না: ডা. শফিকুর রহমান

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৮ জানুয়ারি ২০২৬  
আমরা বস্তাপচা রাজনীতি করতে চাই না: ডা. শফিকুর রহমান

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা বস্তাপচা রাজনীতি করতে চাই না। প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা এ দেশের প্রত্যেকটি মানুষকে স্বপ্ন দেখাতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে শরীক করতে চাই। আমরা মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাব।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জায়গা আমাদের কাছে আল্লাহ তায়ালার নিয়ামত। আল্লাহর আমানত ও নিয়ামত রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ৫৬ হাজার বর্গ মাইল জায়গার উপরে আল্লাহ তায়ালার বিধান প্রতিষ্ঠিত করব। আমরা আমাদের প্রিয় বাংলাদেশ এবং ১৮ কোটি মানুষকে ভালোবাসি। প্রত্যেকটি মানুষকে আমরা ইজ্জত দিতে বাধ্য।” 

তিনি বলেন, “আমাদের এই দেশ অনেক বছর অতিক্রম করেছে। পালাক্রমে অনেকে শাসন করেছেন, যারা জাতির জন্য যতটুকু ইতিবাচক কাজ করেছেন তাদের ততটুকু ধন্যবাদ জানাই। যারা ব্যর্থ হয়েছেন সে দায় তাদের।”

জামায়াতের আমির বলেন, “আমরা আগামীর বাংলাদেশ নিয়ে এগোতে চাই। এ দেশের প্রত্যেকটি মানুষকে আমরা অন্তরে ধারণ করে সামনের দিকে এগোতে চাই। ইনসাফের বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই।” 

ডা. শফিকুর রহমান বলেন, “৫ আগস্টের আগে সবচেয়ে দুঃখ ও কষ্ট ভোগ করা দলটির নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ তারিখের পরে আমরা দল থেকে ঘোষণা দিয়ে আমাদের ওপর নির্যাতনকারীদের ক্ষমা করে দিয়েছি। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ১৫ দিন ধরে প্রতিটি পাড়া-মহল্লায় মসজিদ, মন্দির ও উপাসনালয় পাহারা দিয়েছি।”

এসময় গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির এম এম রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল আল মাসুদ খানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/বাদল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়