ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাজেট উপস্থাপন করতে সংসদে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৩ জুন ২০২১   আপডেট: ১৫:৩৬, ৩ জুন ২০২১
বাজেট উপস্থাপন করতে সংসদে অর্থমন্ত্রী

ছবি: জুবায়ের ফয়সাল

বাজেট উপস্থাপন করতে প্রস্তুত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সংসদ ভবন এলাকায় পৌঁছান। আজ বেলা ৩টায় জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত একটি অর্থবছর ধরা হয়। সরকারের আর্থিক আয়-ব্যয়ের হিসাব সংবলিত এই বাজেটে থাকে অনেক হিসাব নিকাশ।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয় পেয়ে সরকার গঠন করলে ২০১৯ সালের ১৩ জুন ২০১৯-২০২০ অর্থবছরের জন্য প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর ২০২০ সালের ১১ জুন দ্বিতীয় বাজেট সংসদে উপস্থাপন করেন। আজ বাজেট উপস্থাপন করলে এটা হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২২তম আর বর্তমান সরকারের টানা ১৩তম বাজেট। আর দেশের ইতিহাসে ৫০তম বাজেট ও বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট।

এরআগে, বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:## সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক

## প্রস্তুত অর্থমন্ত্রী

##আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৬ লাখ কোটি টাকার বাজেট

ঢাকা/হাসিবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়