শুভ জন্মদিন
মেহেদী হাসান হৃদয় || রাইজিংবিডি.কম
আঠারোটি বসন্ত দেখিনি তোমায় প্রিয়;
এক, দুই, তিন গুণতে গুণতে এখন আঠারো।
তোমার চল্লিশতম জন্মদিনের শুভেচ্ছা নিও,
কিছু দিন আগে বিয়াল্লিশে পা দিয়েছি আমিও।
তোমার জন্য কয়েকটা অভিমানী প্রশ্ন জমেছে-
উত্তর জানা জরুরি নয় অতটা,
সে কথা ছিল আমার জন্য বড্ড মিছে-
নতুনের প্রতি তোমার ভালোবাসা কতটা?
চোখগুলো কি তার প্রচণ্ড গভীর?
তার হাসি কি তোমায় বারবার ফেলে প্রেমে?
বারবার ছুড়ে মিষ্টি প্রেমের তীর-
তার জন্য কি চোখে বর্ষা আসে নেমে?
সে কি তোমার লম্বা চুলের কড়া গন্ধে ভেসে-
কদম ফুলের গুচ্ছ এনে দাঁড়ায় প্রবল বৃষ্টি এলে?
তুমিও বুঝি মুচকি হাসো এলোকেশে,
সেও কি আমার মতোই তুমি পাগল ছেলে?
সে কি খুব যত্ন করে আগলে রাখে তোমায়-
তোমার হাতে রেখে ভরসার হাত?
অফিসের পথে বুঝি বলে দাঁড়াতে বারান্দায়;
মুখোমুখি বসে কি কাটাও সারারাত?
সে বুঝি কখনো রাগ করে না মোটেই;
তোমায় বুঝি ভালোবাসে অষ্টপ্রহর?
নাকি মাল্টিন্যাশনাল চাকরিটার ডাটেই;
কিনেছে তোমায় ছড়িয়ে ভালোবাসার মোহর?
তোমায় বুঝি আজ ভীষণ তৃপ্ত দেখায়?
বিলাসবহুল জীবন চাইতে যেমন তুমি!
অথচ দেখো সেই দু’এক পাতা লেখায়-
দু’বেলা খেয়ে বেঁচে আছি এই আমি।
তোমার জন্য যেসব স্বপ্ন ছিল আঁকা-
অবেলা করে মাঝেমাঝে খুলে দেখি;
তোমায় নিয়ে যে কবিতা ছিল লেখা-
অপলকে তার দিকে শুধু চেয়ে থাকি।
এ চিঠিটাও পাবে না তুমি জানি-
ঠিকানা যে তোমার অজানা আমার প্রিয়;
ওগো অন্য কারো গল্পের মহারাণী–
তোমার চল্লিশতম জন্মদিনের শুভেচ্ছা নিও।
ঢাকা/হাকিম মাহি
রাইজিংবিডি.কম