ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসুর ভোটার তালিকায় প্রক্টরের নাম, ছাত্র হলে ছাত্রীর নাম

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২ সেপ্টেম্বর ২০২৫  
চাকসুর ভোটার তালিকায় প্রক্টরের নাম, ছাত্র হলে ছাত্রীর নাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে।

তালিকায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নুরুল হামিদ কানন এবং একই বিভাগের আরেক শিক্ষক রন্টু দাশের নাম রয়েছে।

আরো পড়ুন:

এছাড়া, ছেলেদের শহীদ মো. ফরহাদ হোসেন হলের ভোটার তালিকায় পাঁচ ছাত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ছাত্রীদের সবাই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। 

সোমবার (১ সেপ্টেম্বর) চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে ভোটার তালিকা বিশ্লেষণের পর উঠে এসেছে এমনই তথ্য। ভোটার তালিকায় এমন অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। 

এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “এটি অনাকাঙ্ক্ষিত ভুল। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এগুলো নিয়ে কাজ করছি।”

তিনি বলেন, “যে নামগুলোর মধ্যে অসঙ্গতি রয়েছে সেগুলো সংশোধন করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়