ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসু নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৮:০৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫
চাকসু নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর

ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৪টায় চাকসু নির্বাচন কমিশনের এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।

আরো পড়ুন:

এর আগে, দুপুর ২টায় চাকসু নির্বাচন কমিশনের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, “সোমবার (২২ সেপ্টেম্বর) চাকসুর প্রার্থী ও শিক্ষার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভা হয়েছিল। সেখানে অধিকাংশ প্রার্থী ও শিক্ষার্থী অনুরোধ জানিয়েছিলেন, আগামী ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। ছুটি শেষে খোলার পর নির্বাচনী প্রচারণার জন্য তারা মাত্র পাঁচদিন সময় পাচ্ছেন, যা তাদের প্রচারণার জন্য কম হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন। এজন্য তারা আরো দুই-একদিন বাড়াতে অনুরোধ করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে চাকসু ও হল সংসদ নির্বাচন ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “এছাড়া এ সিদ্ধান্ত নেওয়ার আরেকটি কারণ, বিশ্ববিদ্যালয় খোলার পর পাঁচ কার্যদিবসে নির্বাচন কমিশনের প্রস্তুতির জন্য যথেষ্ট নাও হতে পারে। প্রার্থী ও শিক্ষার্থীদের অনুরোধ এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি- এ দুই কারণে নির্বাচন দুইদিন পেছানো হয়েছে।” 

তিনি আরো বলেন, “প্রার্থীদের অনুরোধে তাদের নির্বাচনী প্রচারণার সুবিধার্থে ১২-১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস চলবে। নির্বাচনের পরদিন (১৬ অক্টোবর) ক্লাস বন্ধ থাকবে। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন আজ (মঙ্গলবার) হলেও এটি আগামীকাল (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বাকি সিদ্ধান্ত আগের মতোই থাকবে।”

আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ দিন। ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়