ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসু: শেষদিনে জমে উঠেছে নির্বাচনী প্রচার

এম. মিজানুর রহমান, চবি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৪৩, ১৩ অক্টোবর ২০২৫
চাকসু: শেষদিনে জমে উঠেছে নির্বাচনী প্রচার

শেষদিনের মতো চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রচার। অনেকটা নাওয়া-খাওয়া ভুলে ভোটারদের দ্বারে-দ্বারে শেষবারের মতো ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শেষদিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে প্রাণপণ চেষ্টা তাদের।

এদিন ক্যাম্পাস জুড়ে প্রচারর আমেজ সবচেয়ে বেশি দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ভোটার-প্রার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও পয়েন্টে প্রচার চালান প্রার্থীরা। আজ রাত ১২টা পর্যন্ত এ প্রচার চালাতে পারবেন তারা।

দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচার চালাতে দেখা যায় ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম রনিকে। 

এ সময় গণমাধ্যমে তিনি বলেন, “আজ নির্বাচনী প্রচারর শেষদিন। নির্বাচনের আর মাত্র একদিন বাকি। শেষদিনে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে দোয়া নিতে এসেছি। শিক্ষার্থীরা আমাদের ভালোভাবে গ্রহণ করছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছি।”

একই অনুষদে কিছুক্ষণ পর প্রচার চালাতে দেখা যায় ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেনকে। এ সময় তিনি বলেন, “নির্বাচনী প্রচারের শেষ দিনে আমরা বিভিন্ন অনুষদে প্রচার চালাচ্ছি। নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আমেজ খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আমরা চাই প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুক।”

নির্বাচনের সার্বিক প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে জানিয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “দীর্ঘ তিনযুগ পর চাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনকে ঘিরে আমরা কোনো চ্যালেঞ্জ দেখছি। এখন পর্যন্ত চমৎকার একটি পরিবেশ বিরাজ করছে।”

আগামী ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ভোট গণনা হবে আধুনিক ওএমআর পদ্ধতিতে। পাঁচটি ভবনের মোট ১৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর সব কেন্দ্রের ভোট গণনা শেষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়