ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসু নির্বাচন: শিক্ষার্থীদের আনা নেওয়ায় ২২ বার যাতায়াত করবে শাটল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:১৪, ১৫ অক্টোবর ২০২৫
চাকসু নির্বাচন: শিক্ষার্থীদের আনা নেওয়ায় ২২ বার যাতায়াত করবে শাটল ট্রেন

শাটল ট্রেনে চকসু নির্বাচনের ভোট দিতে ক্যাস্পাসে আসছেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে এসে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এবং পরবর্তীতে ফিরে যেতে পারেন সে কারণে সকাল সাড়ে ৭টা থেকে থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত ২২ বার যাতায়াত করছে শাটল ট্রেন। 

আরো পড়ুন:

চাকসুর নির্বাচন কমিশনের প্রধান মনির উদ্দিন জানান, ক্যাম্পাসের বাইরে থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। শাটল ট্রেন ২২ বার যাতায়াত করছে।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে প্রথম বিশেষ শাটল ট্রেন চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে সকাল ৮টা, সাড়ে ৯টা, সোয়া ১০টা, সাড়ে ১১টা, দুপুর ১২টা, বেলা আড়াইটা, দুপুর সাড়ে ৩টা, বিকেল ৫টা, রাত সাড়ে ৮টা ও রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শাটল ট্রেন ছেড়ে আসবে। ফিরতি পথে ক্যাম্পাস থেকে সকাল ৮টা ৪০ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ট্রেনগুলো চট্টগ্রাম শহরে ছেড়ে যাবে।

এ ছাড়া চট্টগ্রাম মহানগরের নগরের নিউ মার্কেট এলাকা ও ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে সকাল ৯টা ও ১০টায় মোট ১৫টি বাস শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আসে। ভোট শেষে দুপুর ৩টা, ৪টা ও সাড়ে ৫টায় এসব বাস শিক্ষার্থীদের নিয়ে শহরে ফিরবে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়