ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছে ১২০০ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:০৬, ১৫ অক্টোবর ২০২৫
চাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছে ১২০০ পুলিশ

গতকাল মঙ্গলবার রাত থেকে চাকসু নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে দায়িত্ব পালন করছে ১২০০ পুলিশ সদস্য। 

বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো.সাইফুল ইসলাম সানতু বলেন, “আজ সকালে নির্বাচন শুরুর আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”

আরো পড়ুন:

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দায়িত্বে রয়েছেন। 

এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, “চাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে ক্যাম্পাসে ১২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন।”

এদিকে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠ করতে গতকাল জেলা পুলিশের আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়