নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে: আবিদ
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান মন্তব্য করে বলেছেন, “নির্ধারিত সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হতে হবে।”
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ডাকসু নির্বাচন স্থগিত করেছিলেন হাইকোর্ট। পরে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, “হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।”
ঢাকা/সৌরভ/সাইফ