আমরা ডাকসু বাস্তবায়ন করেই ছাড়ব: মহিউদ্দিন খান
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:১৩, ১ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু বাস্তবায়ন করেই ছাড়বেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান।
সোমবার (১ সেপ্টেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা জানান মহিউদ্দীন।
স্ট্যাটাসে মহিউদ্দীন বলেন, “এবারের ডাকসু নির্বাচন কেবলই ডাকসু নির্বাচন না, অভ্যুত্থান পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিতের রক্ষাকবচ। এটা বন্ধ করার জন্য যে শক্তিই কাজ করুক তা সফল হবে না। আমরা ডাকসু বাস্তবায়ন করেই ছাড়বো, ইনশাআল্লাহ।”
এর আগে, বিকেলে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট। পরে চেম্বার আদালত হাইকোর্টের এ আদেশ স্থগিত করেন।
ঢাকা/সৌরভ/মেহেদী