ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা বিরোধীরা একটি পদেও জয়ী হতে পারবে না: মেঘমল্লার বসু

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৭ সেপ্টেম্বর ২০২৫  
স্বাধীনতা বিরোধীরা একটি পদেও জয়ী হতে পারবে না: মেঘমল্লার বসু

স্বাধীনতা বিরোধীরা একটি পদেও জয়ী হতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ এ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। তিনি ঢাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি।

তিনি অনাবাসিক শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেছেন, “আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু দয়া করে ৯ তারিখে ভোট দিতে আসুন। আপনাদের ভোটে গোটা সমীকরণ বদলে যাবে। এখানে স্বাধীনতাবিরোধীরা একটি পদেও জয়ী হতে পারবে না। শুধু উপস্থিতি নিশ্চিত করুন, ভোটটা দিয়ে যান।”

আরো পড়ুন:

রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আজ প্রচারণার শেষ দিন। আমরা এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে প্রচারণা শেষ করছি। যদি আমার এই উপস্থিতি সহযোদ্ধাদের মনে সামান্য প্রেরণাও জোগায়, সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “যারা আমাকে ভোট দেবেন না, তাদের বলার কিছুই নেই। তবে অনেকে আছেন যারা আমাকে পছন্দ করেন, কিন্তু ভাবছেন—যে প্রার্থী আমার দোরগোড়ায় পৌঁছায়নি, সে নির্বাচিত হলে আদৌ আমার কাছে পৌঁছাবে তো? আমি শুধু বলতে চাই, শেষ পাঁচ দিন আমি চেষ্টা করেছি যেন শেষ মানুষটির কাছেও পৌঁছাতে পারি। কিন্তু শারীরিক অক্ষমতার কারণে তা সম্ভব হয়নি। সেই ব্যর্থতার দায় আমি নিচ্ছি।”

মেঘমল্লার বলেন, “যদি মনে করেন আগামী দিনে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমি ও আমার সহপ্রার্থীরাই উপযুক্ত, তাহলে শুধু এই কারণে ভোট দেবেন। তবে আমি আপনাদের দোরগোড়ায় পৌঁছাতে পারিনি- এই কারণে আমাকে বঞ্চিত করবেন না।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়