হাদির মৃত্যু
উত্তাল ঢাবি, শাহবাগে জুলাই মঞ্চের কর্মীদের অবস্থান
জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। তাদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগে অবস্থান নেন তারা। এ সময় হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যারিকেড দিয়ে শাহবাগের চারপাশের রাস্তা বন্ধ করে দেন মঞ্চের নেতাকর্মীরা।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।
এর আগে রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে তার মৃত্যুর তথ্য জানানো হয়।
ঢাকা/মাকসুদ/সৌরভ/সাইফ