ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু’র ভোট গণনা করতে এসে শিক্ষিকার মৃত্যু 

জাবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৪১, ১২ সেপ্টেম্বর ২০২৫
জাকসু’র ভোট গণনা করতে এসে শিক্ষিকার মৃত্যু 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস৷ তিনি জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন৷ 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সিনেট হল থেকে বের হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস৷ তাৎক্ষণিকভাবে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ 

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্বে থাকায় সকালে নির্বাচন কমিশনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে সিনেট ভবনে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে দরজার সামনে আসার পর হঠাৎ অচেতন হয়ে পড়েন৷ অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ইসিজি করা হয়৷ ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন৷ 

শুক্রবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা শেষে জান্নাতুল ফেরদৌসকে তার গ্রামের বাড়ি পাবনায় নেওয়া হবে বলে পরিবার সূত্রে জানা গেছে৷ 

জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে বিএফএ এবং এমএফএ সম্পন্ন করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। 

ঢাকা/আহসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়