ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ

রেজওয়ানা করিম স্নিগ্ধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য রেজওয়ানা করিম স্নিগ্ধা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আরো পড়ুন:

এর আগে গতকাল শুক্রবার জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য মাফরুহী সাত্তার পদত্যাগ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, জাকসু নির্বাচনে নানা অনিয়মের কারণেই আমি পদত্যাগ করেছি। নির্বাচন কমিশনকে আমি আজকে মিটিংয়ে বসতে বাধ্য করলেও আমার অনুপস্থিতিতে তারা আবার ভোট গণনা শুরু করে। একইভাবে বিভিন্ন সময়ে তারা আমার মতামতকে উপেক্ষা করেছে।

নির্বাচনে অনিয়মের দায় আপনি নিবেন কি না, এমন প্রশ্নে মাফরুহি সাত্তার বলেন, আমি কোনো দায় নেবো না। আমি তাদের বারবার অনুরোধ করলেও তারা আমার অনুরোধ রাখেননি।

ঢাকা/সাব্বির/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়