‘গাণিতিকের নতুন সূত্রে’ কাওছার পেলেন শ্রেষ্ঠ গবেষণা পুরস্কার
আহমেদ ফাহিম || রাইজিংবিডি.কম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আহমেদ কাওছার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গাণিতিকের নতুন সূত্র ‘ইম্পেক্ট লার্নিং’ উদ্ভাবন করেছেন।
এর সাহায্যে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিসংখ্যান, গাণিতিক বিভিন্ন সমস্যা, যেমন লিনিয়ার সেপারেশনের রিগ্রেশন, ক্লাসিফিকেশন সমাধান করা যাবে।
নতুন এই সূত্র নিয়ে গবেষণার জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গবেষণা পুরস্কার পেয়েছেন কাওছার। সম্প্রতি আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট-২০২০’ এ কম্পিউটার সায়েন্স ক্যাটাগরিতে এই পুরস্কার পান তিনি।
সোমবার (২০ জুলাই) এই অর্জনের বিষয়ে নিশ্চিত করেন কাওছার নিজেই।
প্রতিযোগিতার বিষয়ে তিনি বলেন, এই প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স এবং কমিউনিকেশন ম্যানেজমেন্ট এই ২টি ক্যাটাগরিতে গবেষণাপত্র জমা দেন প্রতিযোগীরা। তিন দিনব্যাপী (১৭, ১৮ ও ১৯ জুলাই) ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মনোনীত ৫৫ জন গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। রোববার (১৯ জুলাই) ভার্চুয়াল কনফারেন্স শেষে শ্রেষ্ঠ গবেষণা পুরস্কারের জন্য কম্পিউটার সায়েন্স ক্যাটাগরিতে আমার নাম ঘোষণা করা হয়।’
কাওছার আরও বলেন, ‘অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম) এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইএসিএসটিআই) উক্ত কনফারেন্সের আয়োজন করে। কনফারেন্স শেষে একটি মেইলের মাধ্যমে আমাকে পুরস্কারের জন্য তথ্য দিতে বলা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে আমাকে সনদ দেওয়া হবে এবং আর্থিকভাবে পুরস্কৃত করা হবে।’
উল্লেখ্য, কাওছার স্নাতক শেষ করার আগে থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশেষ অবদান রাখতে শুরু করেন। এতে দেশীয় ও আন্তর্জাতিক একাধিক সংস্থা থেকে স্বীকৃতি পেয়েছেন। এই পর্যন্ত তিনি আন্তর্জাতিক ৪টি শ্রেষ্ঠ গবেষণা পুরস্কার পেয়েছেন।
নোবিপ্রবি/মাহি
রাইজিংবিডি.কম