আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটির তালিকায় ৫ম সেরা চুয়েট
ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এসিআই, স্টুডেন্ট চ্যাপ্টার আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের ২০২০ সালের ‘আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটি’র তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
গত ৭ ফেব্রুয়ারি ২০২১ ‘ACI Award for Student Activities’-এর তালিকা প্রকাশিত হয়। প্রতি বছরের ন্যায় ২০২০ সালের কার্যক্রমের জন্য ‘এক্সসিলেন্ট ইউনিভার্সিটি’ ও ‘আউটস্টান্ডিং ইউনিভার্সিটি’ এই দুইটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আউটস্ট্যান্ডিং তালিকায় পঞ্চম সেরা হিসেবে চুয়েটের নাম উঠে এসেছে।
সারাবিশ্ব থেকে ৩৩টি বিশ্ববিদ্যালয়কে ‘Excellent’ এবং ৬৬টি বিশ্ববিদ্যালয়কে ‘Outstanding’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর নাম কংক্রিট আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রদর্শিত হবে এবং প্রতিটি চ্যাপ্টারের অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি ব্যানার প্রদান করা হবে।
উল্লেখ্য, এসিআই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্টুডেন্ট চ্যাপ্টার।
প্রসঙ্গত, গত এক বছর ধরে কংক্রিট বিষয়ক সেমিনার, পুরকৌশলে উচ্চশিক্ষা, করোনায় তহবিল সংগ্রহের মাধ্যমে দরিদ্র মানুষের সহায়তা, কর্মক্ষেত্রে সফল চুয়েটের পুরকৌশলীদের সঙ্গে ছাত্রদের সংযোগ স্থাপন, বিদেশে পুরকৌশল সেক্টরে চাকরি প্রাপ্তি ইত্যাদি কাজের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছে চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার।
উল্লেখ্য, সারাবিশ্বের দুই শতাধিক বিশ্ববিদ্যালয়ে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (ACI) স্টুডেন্ট চ্যাপ্টার রয়েছে। পুরকৌশল শিক্ষার্থীদের কংক্রিট বিষয়ে পেশাদার জ্ঞান বৃদ্ধি, পুরকৌশলী হিসেবে নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন ও দেশ বিদেশের শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধিই মূলত এই সংগঠনের কাজ।
এসিআই, স্টুডেন্ট চ্যাপ্টারের সব সদস্যকে অভিনন্দন জানিয়ে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো সাফল্য অবশ্যই আমাদের জন্য প্রাপ্তি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো বড় রকমের সাফল্য নিয়ে আসবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুয়েটকে প্রতিনিধিত্ব করবে। আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে গবেষণার প্রতিও আমরা বিশেষ নজর দিচ্ছি। ইতোমধ্যে সেরা গবেষণার জন্য অ্যাওয়ার্ড প্রদান, শিক্ষার্থীদের জন্য গবেষণা ফান্ডসহ গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে চুয়েট প্রশাসন।
চুয়েট/রাশেদুল/মাহি