ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাবিতে ক্লাস শুরু ২০ অক্টোবর 

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২১  
রাবিতে ক্লাস শুরু ২০ অক্টোবর 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরে ক্লাস শুরু হবে আগামী ২০ অক্টোবর। এর আগে ১৭ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও একাডেমিক কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ আল মামুন। 

আব্দুল্লাহ আল মামুন বলেন, 'আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। হল খোলার তিন দিন পর ২০ অক্টোবর (বুধবার) থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। এছাড়া এ বছরের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

প্রসঙ্গত, করোনা মহামারীতে গত বছরের ১৮ মার্চ থেকে প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবং বেশিরভাগ শিক্ষার্থীদের টিকা নিশ্চিতের পর ধীরে ধীরে খুলছে বিশ্ববিদ্যালয়গুলো।

সাইফুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়