ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজশাহী কলেজ

প্রকৃতি গাইছে কচি পাতার গান

এস আলী দুর্জয় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২৮ মার্চ ২০২৪   আপডেট: ১৬:০২, ২৮ মার্চ ২০২৪
প্রকৃতি গাইছে কচি পাতার গান

ফাগুনের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে চৈত্র হয়ে বৈশাখের দিকে। আর প্রকৃতিতে গাছে গাছে এসেছে কচি পাতা। কদিন আগের পাতাঝরা ন্যাড়া গাছগুলো সেজেছে নবপল্লবে। গাছের ডালপালা আবারও ভরে উঠেছে কচি পাতায়। সবুজ কচি পাতায় সাজে শহর বন্দর গ্রাম। এ সুরের সঙ্গে সুর মিলিয়ে দেশসেরা বিদ্যাপিঠ রাজশাহী কলেজের প্রকৃতি গাইছে কচি পাতার গান।

কলেজ ক্যাম্পাসের মেহগনি, গগনশিরীষ, জারুল, সোনাইল, কৃষ্ণচূড়া, কদম, আম, জামসহ নানান গাছেই গজে উঠেছে নতুন পাতা। গাছে গাছে জেগেছে নতুন প্রাণ। চারদিকে শুধু সবুজের সমারোহ। এ যেন প্রকৃতিতে এক অন্যরকম সৌন্দর্য ধরা দিয়েছে।

বৃক্ষের নতুন সজিব পত্রমঞ্জরী সাজিয়ে দিয়েছে ক্যাম্পাসের প্রকৃতি। একই সঙ্গে মাঝে মাঝে বইছে ফুরফুরে হাওয়া। এমন হাওয়া ছুঁয়ে দিচ্ছে বৃক্ষের কিশোর সবুজ পাতাকে। মৃদু বাতাসের তালে তালে দোল খাচ্ছে নবপত্র। কচিঁপাতা এখন দিয়েছে সবুজের পূর্ণতা। প্রকৃতির এ সৌন্দর্যের রুপ চোখে পড়ছে কলেজে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ প্রকৃতিপ্রেমী মানুষের।

সমাজবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী বলেন, গাছে গাছে নতুন সবুজ পাতার সমাহারের জন্য কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। কলেজের যেদিকেই তাকায় শুধু লাল ভবন আর সবুজের সমারোহ চোখে পড়ছে। যা খুবই চমৎকার লাগে।মানসিক প্রশান্তি বয়ে আনেছে এই সবুজের সমারোহ।

বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী জুবাইদা আক্তার লাকি বলেন, গাছে গাছে নতুন পাতা বহন করে নতুন সময়ের সুচনা, গাছের বুক চিরে বের হওয়া কচি শাখা-প্রশাখা বৃক্ষ জীবনে নতুন অধ্যয়ের সুচনা। গাছে গাছে নতুন কচি পাতা যেমন আমাকে দেখার আনন্দ দেয়, তেমন শিক্ষাও দেয়। নতুনের এই ছোয়া সবার মাঝে মুক্তানন্দে ছড়িয়ে পড়ুক।

/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়