ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

তীব্র দাবদাহ

পরীক্ষা বন্ধেরও ঘোষণা দিলো জবি প্রশাসন

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ২৫ এপ্রিল ২০২৪  
পরীক্ষা বন্ধেরও ঘোষণা দিলো জবি প্রশাসন

এক সপ্তাহ অনলাইনে ক্লাস চলার পর তাপমাত্রা না কমায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় অনির্দিষ্টকালের জন্য সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো সংশ্লিষ্ট বিভাগ নিজস্ব তত্ত্বাবধানে সশরীরে গ্রহণ করবে এবং শিক্ষকরা চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবেন বলে জানানো হয়।

এদিকে এ ঘোষণার ৩ ঘণ্টা পর বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা বন্ধেরও ঘোষণা দেয় জবি প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সশরীরে সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইন ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে।’

বিজ্ঞপ্তিতে তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য অনুরোধ করা হয়েছে।  

শিক্ষার্থী পরিবহন বাস চলাচলের বিষয়ে পরিবহন প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘মাত্রই বিশ্ববিদ্যালয়ের নোটিশ দেখেছি। আমরাও পরিবহন দপ্তর থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেব।’

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য জবিতে অনলাইনে ক্লাস

/লিমন/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ