ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হাবিপ্রবিতে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২৮ মার্চ ২০২৪  
হাবিপ্রবিতে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে প্রায় অর্ধশতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফাহিমা খানমসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ বিষয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ও ঈদ সামগ্রী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. খালেদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ তাদের সংগঠন পরিচালনা করে থাকে। সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আর কিছুদিন পর আমরা পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দরিদ্র ও অস্বচ্ছল কিছু পরিবারের মুখে হাসি ফুটানো এবং ঈদ আনন্দে শামিল করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন।

/সংগ্রাম/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়