হাবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ
হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

চলমান কোটা সংস্কারের দাবিতে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে প্রধান ফটকের সামনে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক দিয়ে স্লোগান দিতে দিতে ১নং ও ২নং ফটক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে জড়ো হয়।
এসময় তাদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মেধা যার মেধা যার, চাকরি তার চাকরি তার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’- স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে পুরো ঢাকা-দিনাজপুর মহাসড়ক।
মিছিল শেষে শিক্ষার্থীরা প্রধান ফটক সংলগ্ন বটগাছের নিচে অবস্থান করে মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধাঘণ্টা ধরে ঢাকা-দিনাজপুর মহাসড়ক বন্ধ থাকায় দীর্ঘ যানজট দেখা দেয়।
এদিকে অবরোধ চলাকালে ঘটনাস্থলে পুলিশ এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। পরে তারা আবারও মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে বেলা সাড়ে ১২টায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, যতদিন কোটার সঠিক সংস্কার হবে না, ততদিন আন্দোলন চলবে। আমরা বৈষম্য কখনোই মেনে নিব না। আমরা চাই, সবাই মেধার সঠিক প্রয়োগ করে চাকরি করুক।
/সংগ্রাম/মেহেদী/
- ২ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৪ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৫ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৬ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৬ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৬ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৬ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৬ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৬ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৬ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৬ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৬ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৬ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৬ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৬ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের