ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ববিতে সমন্বয়কসহ ১২ শিক্ষার্থী আটক 

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১ আগস্ট ২০২৪  
ববিতে সমন্বয়কসহ ১২ শিক্ষার্থী আটক 

সারা দেশে ছাত্র হত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৃহষ্পতিবার (১- আগষ্ট) ‘ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ’ এর আয়োজন করা হয়েছে। তবে এ কর্মসূচিতে পুলিশ বাধা প্রয়োগ করে ববির সমন্বয়কসহ ১২ জন শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে।

আটক শিক্ষার্থীরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী  সুজয় শুভ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার, অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীব, পরিবেশ ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তমাল, ইংরেজি বিভাগের অনিকা সিঁথি, সিবাত আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ, অর্থনীতি বিভাগের শেখ ইমন। তবে বাকি চারজনের নাম জানা যায়নি।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, সারা দেশে ছাত্র হত্যা, শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থীদের গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ‘ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ’ হওয়ার কথা ছিল। এ নিয়ে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দিয়ে অবস্থান নেয় পুলিশ। বৃষ্টির কারণে সমাবেশ শুরু করতে দেরি হয়। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গেলে সেখান থেকে ১২ জনকে আটক করে থানায় নেওয়া হয়।

ববির সমন্বয়ক ও আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ জানান, পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে এসে আমাদের সমন্বয়কদের ৭-৮ জনকে আটক করে পুলিশ। পরে অনেকে স্বেচ্ছায় পুলিশের সঙ্গে যেতে চাইলে তাদেরকেও নিয়ে যায় পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান বলেন, ১২ জনকে থানায় নেওয়া হয়েছে। তবে তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি যাতে শান্ত থাকে এবং তাদের নিরাপত্তার কথা ভেবেই হেফাজতে রাখা হয়েছে। কিছু সময় পর তাদের ছেড়ে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনে বিভিন্ন পর্যায়ে দায়িত্বরতদের একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।

/সাইফুল/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়