ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যোগদান করলেন জাবি উপাচার্য অধ্যাপক কামরুল

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২৪  
যোগদান করলেন জাবি উপাচার্য অধ্যাপক কামরুল

শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০তম উপাচার্য হিসেবে যোগদান করেছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নবনিযুক্ত উপাচার্য হিসেবে তার যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) ড. এবিএম আজিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়৷ যোগদান শেষে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। তবে, শনিবার (৭ সেপ্টেম্বর) উপাচার্য এ অনুষ্ঠানে কোনো প্রকার ফুল না আনার জন্য অনুরোধ করায় কাউকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি।

এ সময় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপাচার্য পদে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতি ও আচার্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে দুপুর ১২টায় পুরনো ফজিলাতুন্নেসা হল সংলগ্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নবনির্মিত ছাত্র-জনতা শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) ড. এবিএম আজিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, প্রাধ্যক্ষ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও আচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে নিয়োগ প্রদান করেন।

/আহসান/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়