জুলাই বিপ্লব: আহতদের তালিকা চেয়েছে জবি প্রশাসন
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের জন্য তালিকা চেয়েছে প্রশাসন।
মঙ্গলবার (৫ নভেম্বর) জবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর শিক্ষামন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর আবেদন করার জন্য বলা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।
/লিমন/মেহেদী/