ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইনজীবী হত্যার বিচার দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২৬ নভেম্বর ২০২৪  
আইনজীবী হত্যার বিচার দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ

সমাবেশ করছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা

শ্রী শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের ‘ইসকন তুই জঙ্গী, ফ্যাসিবাদের সঙ্গী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “ভারতে মুসলমানদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। আর সেই নির্যাতন আমরা আজ বাংলাদেশেও দেখতে পেয়েছি। তারা সংখ্যালঘুর ট্রাম্প কার্ড ব্যবহার করে উস্কানি দিচ্ছে। আমরা তাদের পাতানো ফাঁদে পা দেব না।”

তিনি বলেন, “সবসময় মুসলমানদের সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে। আমরা আন্তর্জাতিকভাবে আমাদের অধিকার নিশ্চিত করবো। আমরা দ্রুত এ হত্যার সুষ্ঠু বিচার চাই।”

আরেক শিক্ষার্থী জিহাদুল ইসলাম বলেন, “২৪ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে একটা গ্রুপ দিল্লীতে বসে আমাদের বিভাজন করার প্রেসক্রিপশন দিচ্ছেন। ‘হারপিক মজুমদার’সহ সব খুনীরা বিশ্বের বিভিন্ন দেশে বসে জাতিকে উস্কানী দিচ্ছেন। এ বাংলার মাটিতে আপনাদের বিচার হবে। ৯০ ভাগ মুসলমানদের দেশে সংখ্যালঘুদের আমরা সবসময় নিরাপত্তা দিয়ে আসছি। আজ যারা আইনজীবী সাইফুল ভাইকে হত্যা করেছে, তাদের সুষ্ঠু বিচার দাবি করছি।”

এর আগে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম আদালতের সামনে চিন্ময় প্রভুর সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়