ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪-এর প্রথম স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয়

সাইফুল ইসলাম, ববি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ৩১ ডিসেম্বর ২০২৪  
২৪-এর প্রথম স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয়

রাত ও দিনের পালাবদলে আমাদের মাঝ থেকে বিদায় নেয় একেকটি বছর। প্রতিটি বছরের ন্যায় এ বছরও নানা অঘটন-ঘটন-হতবাকের মধ্য দিয়ে পার করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আলোচিত- সমালোচিত ঘটনা নিয়ে সাজানো হয়েছে ববি সালতামামি-২০২৪।

শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ২০২৪ সাল শুরু হয় স্থানীয়দের হামলা দিয়ে। রেস্টুরেন্টে খেতে বসা নিয়ে স্থানীয়দের হামলায় আহত হন ছয় শিক্ষার্থী। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় কাউন্সিলের সঙ্গে আলোচনার মধ্যমে বিষয়টির সমাধান করেন।

গণিত অলিম্পিয়াডে শিক্ষার্থীরা
বরিশালে ১৪তম জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেন ববির সাইদুর রহমান আরিফ। অলিম্পিয়াডে মোট প্রতিযোগিদের থেকে মোট ১০ জনকে চুড়ান্ত মনোনীত করা হয়। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানসহ মোট ছয়জনই ছিলেন বিশ্ববিদ্যালয়ের।

উপচার্য নিয়োগ
সাবেক উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের মেয়াদ ২০২৩ সালের ৫ নভেম্বর শেষ হলে রুটিন উপাচার্য হিসেবে দায়িত্ব নেন ড. বদরুজ্জামান ভুঁইয়া। চলতি বছর ৪ মার্চ এক প্রজ্ঞাপনে তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে জুলাই বিপ্লবকে ঘিরে তার দায়িত্ব বেশিদিন টেকসই হয়নি। ছাত্রদের আন্দোলনের মুখে গত ২০ আগস্ট পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপরে ২৩ সেপ্টেম্বর ববির পঞ্চম ও প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. শুচিতা শারমিন।

চার শিক্ষার্থীর আত্মহত্যা:
গত ১ বছরে ববির তিন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তারা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিবনা শাহারিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বৃষ্টি সরকার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দেবশ্রী রায় এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেফা নূর ইবাদি। তারা খুবই আত্মকেন্দ্রিক ছিলেন এবং কারো সঙ্গে মিশতেন না। হতাশা থেকে তারা আত্মহত্যার মতো জঘন্য কাজ বেছে নেন।

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে অন্যান্যদের মতো ববি শিক্ষার্থীরাও আন্দোলন শুরু করেন। পুলিশি বাধা উপেক্ষা করে তারা বরিশাল- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে, আগুন জ্বালিয়ে, রাস্তা আটকিয়ে ফুটবল খেলে আন্দোলন চালিয়ে যান তারা।

আন্দোলনে শিক্ষার্থীদের নানা সাঁজে দেখা যায়, কেউ পিঠে স্লোগান নিয়ে, কেউ কাফনের কাপড় পরে, কেউ-বা হাতে লিফলেট-পতাকা নিয়ে। আন্দোলনের সময় ছাত্রলীগের হামলার অন্তত ১৫ জন আহত হন। হামলায় জড়িত ছিলেন, ছাত্রলীগের মাহমুদুল হাসান তমাল, আল সামাদ শান্ত, খালেদ হাসানা, শাহরিয়ার সান, সাব্বির, জাইফ, সাইফ, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলামসহ অনেকে।

সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা
কোটাবিরোধী আন্দোলনে সাংবাদিকের ওপর হামলা করে ববি ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল পত্রিকার প্রতিনিধি আবু উবাইদা আহত হন। ছাত্রলীগের শান্ত-তমাল-আরাফাত গ্রুপের অনুসারী ২০২১-২২ শিক্ষাবর্ষের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ সুমন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের শিমুল, বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের রাকিবসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী এ হামলায় জড়িত ছিলেন। তবে এ হামলার সুষ্ঠু বিচার আজো পাননি ভুক্তভোগী সাংবাদিক।

আন্দোলনে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ
কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে প্রথম স্মৃতিসৌধ নির্মাণ করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর ১৬ জুলাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই টানা ৬ ঘণ্টা রাস্তা অবরোধের পর নির্মাণাধীন স্মৃতিসৌধের সামনে নিহতদের স্মরণ করা হয় এবং ববিতে স্মৃতিসৌধ নির্মাণ কাজ শুরু হয়।

জুলাই বিপ্লবে প্রথম স্বাধীন ববি
বলা হয়, জুলাই বিপ্লবে প্রথম স্বাধীন হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। ১৮ জুলাই দুপুরে ১১টার দিকে শিক্ষার্থীরা ‘কমপ্লিটি শাটডউট’ কর্মসূচি নিয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে অবস্থান করলে পুলিশ বাধা দেয় এবং টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে চড়াও হয় এবং সবাই একযোগে পুলিশের ওপরে আক্রমণ করে। এতে বাধ্য হয়ে আন্দোলনত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়ে পুলিশ।

বন্যার্তদের সহযোগীতায় শিক্ষার্থীরা
২১ আগস্ট ভারত হঠাৎ বাঁধ খুলে দেওয়ার বাংলাদেশের পাঁচ জেলার প্রচণ্ড বন্যা দেখা দেয়। বন্যার্তদের সহযোগিতার জন্য শিক্ষার্থীরা প্রায় ২৭ লাখ টাকা উত্তোলন করেন। এ সময়ে টাকার পাশাপাশি শিক্ষার্থীরা বস্ত্র, আহার দিয়েও সহযোগিতা করেন। শিক্ষার্থীরা বিভিন্ন টিম গঠন করে বন্যার্ত জেলায় গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে আসেন।

ববি-বিএম সংঘর্ষ
জমি-বিরোধ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে গভীর রাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএম কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর করেন। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন।

ছাত্রদলের কমিটি বিলুপ্ত
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ৮ অক্টোবর শাখা ছাত্রদলের ৫২ সদস্য বিশিষ্ট কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্র জানায়, দ্রুতই নতুন কমিটির প্রকাশ করা হবে। যা বাংলাদেশের রাজনীতিতে অনন্য ভুমিকা রাখবে এবং অপরাজনীতি রুখে দিবে।

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের হিরণ পয়েন্টে বাসের ধাক্কায় নিহত হন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইসা ফৌজিয়া মিম। রাস্তা পার হওয়ার সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে একটি বাস তাকে তীব্র গতিতে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় শেরে বাংলা মেডিকেলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য রোড-ডিভাইডার ও স্পিড ব্রেকার নিমার্ণের ব্যবস্থা করেন। এছাড়া প্রধান ফটকের ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন।

ঢাকা/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়