ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারাবি নামাজ নিয়ে দ্বন্দ্ব না করার আহ্বান জবি উপাচার্যের

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৫  
তারাবি নামাজ নিয়ে দ্বন্দ্ব না করার আহ্বান জবি উপাচার্যের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, “আমরা ধর্ম পালন করব। কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করব না। কেউ তারাবিতে ২০ রাকাত আবার কেউ ৮ রাকাত নামাজ পড়ে। আমাদের দেশে এ বিষয়টি নিয়ে অনেক বিভেদ ও দ্বন্দ্ব রয়েছে। আমরা এ দ্বন্দ্ব পরিহার করে ধর্ম পালন করব।”

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জবি কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটি আয়োজিত ‘মধ্য শাবানের রাত ও রমাদানের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়।  

উপাচার্য বলেন, “আমাদের এ ক্যাম্পাসে জ্ঞান-বিজ্ঞানের আবহ রয়েছে। আমরা এর পাশাপাশি ইসলামের শিক্ষাটাকে ধারণ ও অনুশীলন করব। আমরা কাউকে অবজ্ঞা করব না।”

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঞ্চালনায় সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।

 এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়