ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

স্টেট ইউনিভার্সিটিতে চলছে ১৭তম ফার্মা উইক

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫  
স্টেট ইউনিভার্সিটিতে চলছে ১৭তম ফার্মা উইক

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ১৭তম ফার্মা উইক ২০২৫ চলছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী এ ফার্মা উইক শুরু হয়। এদিন বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসান কাউসার, স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম পাঠান। এ আয়োজনের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিলেন স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এর উপদেষ্টা অধ্যাপক ড. এমএ রশিদ।   
 
এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মশালা, সেমিনার, পোস্টার প্রদর্শনী, ইনডোর/আউটডোর গেমস, ডিবেট, ফটো এক্সিভিশন, ফিল্ম ফেস্টিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল উদ্ভাবনী কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

ঢাকা/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়