ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোবিপ্রবির উন্নয়নে জাইকা প্রধানের সহযোগিতা চাইলেন উপাচার্য

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ৬ মে ২০২৫  
নোবিপ্রবির উন্নয়নে জাইকা প্রধানের সহযোগিতা চাইলেন উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রধানের সহযোগিতা কামনা করেছেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল। 

মঙ্গলবার (৬ মে) জাইকার প্রধান প্রতিনিধি (বাংলাদেশ অফিস) ইচিগুচি তোমোহিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা কামনা করেন তিনি।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়েছে, মঙ্গলবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উভয়ের মাঝে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপাচার্য নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ে পানির লবণাক্ততা দূরীকরণে জাইকা প্রধানের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল জাইকা প্রধানকে নোবিপ্রবি পরিদর্শনের আমন্ত্রণ জানান।

জাইকা প্রধানের সঙ্গে সাক্ষাতের পূর্বে নোবিপ্রবি উপাচার্য ঢাবি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ফিফথ জাইকা লেকচার ‘দ্যা হিস্ট্রি অ্যান্ড ফিউচার অব নার্সিং ইন জাপান অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নেন।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়