গোপালগঞ্জে নার্সিং-মিডওয়াইফারি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে নার্স-মিডওয়ইফারি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এর আগে, গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নাসিংয়ের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এসে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচী চলাকালে তৃতীয় বর্ষের শিক্ষার্থী তমা সেন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চন্দ্রা বিশ্বাস, শিক্ষার্থী মন্টু হালদার প্রমুখ বক্তব্য দেন।
অবিলম্বে সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও আমাদের দাবি মানা হচ্ছে না। যে কারণে আমরা লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছি। দ্রুত আমাদের দাবি মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকা/বাদল/মেহেদী