১৪ দিন বন্ধ থাকবে নোবিপ্রবি
নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ১৪ দিন বন্ধ থাকবে।
এ উপললক্ষে আগামী ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ১৩ জুন ও ১৪ জুন সাপ্তাহিক ছুটি থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ১৫ জুন থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ, দফতর ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগের পূর্বে পানির কল, ফ্যান, লাইট, এসিসহ সকল বৈদ্যুতিক সরঞ্জামাদির সুইচ বন্ধ করার জন্য অনুরোধ করা হলো।
ছুটিকালীন সময়ে জরুরী কার্য সম্পাদনের জন্য স্ব স্ব বিভাগ ও দপ্তর প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ঢাকা/ফাহিম/মেহেদী