ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২৮ জুন ২০২৫  
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা 

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট অধিবেশন অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬৯০ কোটি ১৭ লাখ ৪৭ হাজার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে পরীক্ষা পরিচালনা খাতে ।

শনিবার (২৮ জুন) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ এর সভাপতিত্বে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

অভিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এ টি এম জাফরুল আজম ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৬৯০ কোটি ১৭ লাখ ৪৭ হাজার বাজেট উপস্থাপনা করেন।

এই ব্যয়ের  বিপরীতে প্রাক্কলিত আয় ধরা হয়েছে ৫৬৫ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা। ফলে ঘাটতি থাকছে ১২৪ কোটি ৮৩ লাখ ২৯ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ ২৮৯ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে পরীক্ষা পরিচালনা খাতে ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবিদসহ ৭৭ জন সিনেট সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এ অধিবেশন অংশগ্রহণ করেন।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম সিনেট অধিবেশনে উপস্থিত ছিলেন।

ঢাকা/রেজাউল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়