বেরোবি শিবিরের সভাপতি সুমন, সেক্রেটারি রাকিব
বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সভাপতি সুমন ও সেক্রেটারি রাকিব
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. সুমন সরকার সভাপতি নির্বাচিত এবং একই ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাকিব মুরাদ সেক্রেটারি মনোনিত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) দুপুরে এক জরুরি সদস্য সমাবেশ শেষে নির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়।
ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. সুমন সরকারকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পরে তাকে দলের সাংবিধানিক শপথ পাঠ করানো হয়। এছাড়া সদস্যদের পরামর্শে আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি।
এর আগের কমিটিতে সুমন সরকার বেরোবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও আব্দুর রাকিব মুরাদ সাবেক অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত সভাপতি সুমন সরকার বলেন, “আমরা বৈষম্যহীন ছাত্র সমাজ গড়াতে ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং যেকোনো অধিকার আদায়ে সচেষ্ট থাকব। আমাদের ছাত্র সমাজ দেশের মানুষের অধিকার আদায়ের একতাবদ্ধ থাকবে।”
ঢাকা/সাজ্জাদ/মেহেদী