ডাকসুর ভোটকেন্দ্র বাড়ানোর দাবি বিনির্মাণ পর্ষদের
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটদান এবং দ্রুত ফল প্রকাশের জন্য ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেল ‘বিনির্মাণ পর্ষদ’।
তাদের মতে, বর্তমানে ৪০ হাজার ভোটারের জন্য মাত্র আটটি ভোটকেন্দ্র প্রয়োজনের তুলনায় অনেক কম।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
এ সময় প্রার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচন শিক্ষার্থীদের কাছে বহুল আকাঙ্খিত বিষয়। ক্যাম্পাসের গণতান্ত্রিক ধারা নিশ্চিত করা যেমন একটি কাজ তেমনি দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশও বিরাজ করছে। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে বেশকিছু বিষয় শিক্ষার্থীদের মাঝে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তারা বলেন, ডাকসু নির্বাচন ২০২৫ এর জন্য মোট ভোটকেন্দ্রের সংখ্যা আটটি নির্ধারণ করা হয়েছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ভোটারের সংখ্যা ৪০ হাজার। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, একজন ভোটারকে ৩ মিনিট করে সময় দেওয়া হবে। কিন্তু আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি একজন ভোটারের কেন্দ্র এবং হল মিলিয়ে মোট ৪১টি করে ভোট প্রদান করতে কমপক্ষে ৫ মিনিট সময়ের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইন তৈরি হবে। যেটা অনেককেই ভোট দিতে যাওয়ার জন্য অনাগ্রহী করে তুলবে। আবার ভোটকেন্দ্র যত কম হবে, ফলাফল প্রকাশেও তত সময়ক্ষেপণ হবে।
প্রার্থীরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ভোটারদের নির্বিঘ্নে এবং দ্রুত ভোট গ্রহন ও ফলাফল প্রকাশের স্বার্থে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হোক। এতে করে ভোটারের উপস্থিতি বাড়বে। নির্বাচনে ফলাফল দ্রুত ঘোষণা করা গেলে প্রশাসনের স্বচ্ছতাও তৈরি হবে।
ঢাকা/সৌরভ/মেহেদী