ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমরা এ দেশ থেকে জামায়াতের রাজনীতি তুলে দিতে চাই’

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২৩:০০, ২ সেপ্টেম্বর ২০২৫
‘আমরা এ দেশ থেকে জামায়াতের রাজনীতি তুলে দিতে চাই’

এ ‎দেশ থেকে জামায়াতের রাজনীতি তুলে দিতে চান বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বেরোবিতে নারী নিপীড়ন ও হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।

আরো পড়ুন:

এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে আবু সাঈদ চত্বর ঘুরে পুনরায় সেখানে গিয়ে সমাবেশ করেন শাখা ছাত্রদলে নেতাকর্মীরা। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ি হিসেবে তারা এ প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে। 

সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, “ছাত্রশিবির নানা বট আইডির মাধ্যমে নারীদের নানারকম হেনস্থা করে। তাদের এই হেনস্থা আর অনলাইনে নেই। এখন তারা ধর্ষণের হুমকি দেয়। তারা পাকিস্তানে আদর্শ লালন করে। মুক্তিযুদ্ধের সময় এরাই আমাদের মা-বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। তারা আসলে রাজাকারদের দোসর এবং তারা রাজাকারদের সমর্থন করে। তাই আমরা এই ছাত্রশিবির এবং জামায়াতে ইসলামের রাজনীতি বাংলাদেশ থেকে তুলে দিতে চাই।”

তিনি বলেন, “আমরা মনে করি, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে জামায়াত ও শিবির প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল। তারা তাদের কর্মী আলী হোসেনকে অস্বীকার করছে। এটা তাদের গুপ্ত রাজনীতির ধারা। আমরা চাই, তারাই গুপ্ত রাজনীতির ধারা ভেঙে ফেলুক।”

‎ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ইসলাম বলেন, “ছাত্রশিবিরের এক কর্মী একাত্তরের ধর্ষকের চেতনাকে লালন করে এক বোনকে হুমকি দিয়েছে। এই জামায়াত-শিবির ৭১ এ আমাদের মা বোনদের পাকিস্তানির হাতে তুলে দিয়েছে ধর্ষণ করেছে। আমরা মনে করেছিলাম ২৪ পরবর্তী সময় তারা ক্ষমা চেয়ে তাদের রাজনীতি শুরু করবে। কিন্তু তাদের মধ্যে সেই স্বাধীনতাবিরোধী চরিত্র, ধর্ষকদের চরিত্র এখনো যায়নি।”

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়