ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন ঘিরে নারীকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার হচ্ছে: ইউটিএল

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২৫  
ডাকসু নির্বাচন ঘিরে নারীকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার হচ্ছে: ইউটিএল

আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে নারীকে রাজনৈতিকভাবে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউটিএল।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মু. আতাউর রহমান বিশ্বাস লিখিত বক্তব্য পাঠ করেন। 

আরো পড়ুন:

বক্তব্যে ইউটিএল জানায়, নিজেদের পক্ষে আঘাত এলে সরব হওয়া, কিন্তু প্রতিদ্বন্দ্বী পক্ষের নারীদের বিরুদ্ধে অপমান বা বিদ্বেষ ছড়ালে চুপ থাকা—এই দ্বৈত মানসিকতা নারীর মর্যাদার জন্য কোনোভাবেই ইতিবাচক নয়।

ইউটিএল মনে করে, ডাকসু কেবল ছাত্র নেতৃত্বের মঞ্চ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশ, নিরাপত্তা, নীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে যুক্ত। তাই দায়িত্ববোধ থেকেই তারা ডাকসু নির্বাচন বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরছে।

ইউটিএলের অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসনের পক্ষ থেকে কোনো আলোচনাবিহীন নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা নির্বাচনকে ভারসাম্যহীন করছে। তাছাড়া কর্পোরেট মিডিয়া নির্দিষ্ট পক্ষের বক্তব্যকেই প্রাধান্য দিচ্ছে।

ইউটিএল জানায়, এ নির্বাচনে নারী বিদ্বেষ ছাড়াও আরো বেশকিছু উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে রয়েছে—ফ্যাসিবাদী মানসিকতার পুনর্বাসন, ২০২৪ সালের জুলাই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের দায়মুক্তি, ইসলামফোবিয়ার বিস্তার এবং অতিরিক্ত রাজনীতিকরণের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।

ইউটিএলের দাবি, পৃথিবীর কোনো সভ্য দেশে ছাত্র সংসদ নির্বাচনকে এতটা রাজনীতিকরণ করা হয় না। যদি এ প্রবণতা চলতে থাকে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরে পাবে না।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়