অবৈধ বাসস্ট্যান্ড সরাতে জবি শিক্ষার্থীদের পদযাত্রা
জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রা কাঁঠালতলা, বিজ্ঞান অনুষদ অতিক্রম করে রায়সাহেব বাজার পর্যন্ত যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বাহাদুর শাহ পার্ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।
পদযাত্রায় শিক্ষার্থীরা ‘অবৈধ বাসস্ট্যান্ড থাকবে না’, ‘ওয়ান টু থ্রি ফোর, বাসস্ট্যান্ড নো মোর’, ‘ ক্যাম্পাস আর বাসস্ট্যান্ড একসাথে চলে না’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বাহাদুর শাহ পার্ক ও আশপাশে যত্রতত্র বাস পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরাফাত তুশিন বলেন, “কয়েক দিন আগে আমাদের এক নারী সহপাঠী বাস চাপায় গুরুতর আহত হন। প্রতিদিন যানজটে পড়ে আমরা ক্লাসে দেরি করি। তাই অবৈধ বাসস্ট্যান্ড অপসারণ ছাড়া কোনো বিকল্প নেই।”
পদযাত্রায় সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, “এ বিশ্ববিদ্যালয়ের সামনে কোনোভাবেই অবৈধ বাসস্ট্যান্ড থাকতে পারে না। এটি শুধু যানজট নয়, চাঁদাবাজি আর মাদকের আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। তাই এখন থেকে রায়সাহেব বাজার হয়ে কোনো বাস ক্যাম্পাস এলাকায় ঢুকতে পারবে না।”
এদিকে, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, রবিবার থেকে আগামী সাতদিন রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় কোনো বাস প্রবেশ করতে পারবে না। ধোলাইখালের গোয়ালঘাট পয়েন্ট থেকে বাসগুলো ইউটার্ন নিয়ে নিজ নিজ রুটে ফিরে যাবে।
এ সময় স্থায়ী সমাধানের জন্য ট্রাফিক বিভাগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতিকে যৌথভাবে একটি টেকসই নীতিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। সাতদিন পর পরিস্থিতি পর্যালোচনা করে নতুন বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, লালবাগ জোনের ডিসি ট্রাফিক মো. মফিজুল ইসলাম, এসি ট্রাফিক মাহতাব হোসেন, সড়ক পরিবহন সমিতির নেতা গোলাম জিলানী চৌধুরী টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/লিমন/মেহেদী