ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ

ঢাবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:৫৩, ৯ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ

ভুয়া বুথ বসানোর অভিযোগ তুলেছেন মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ভোটকেন্দ্রে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ তুলেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসে তিনি এমন অভিযোগ করেন।

আরো পড়ুন:

মুসাদ্দিক বলেন, “ছাত্রদল এখানে বুথ বসিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য দিচ্ছে ও লিফলেট বিতরণ করছে। তারা বলছে এগুলো ভোটারদের তথ্য, কিন্তু ভোটারদের তথ্য হলে এখানে ভোটারদের নাম লেখা থাকতো প্রার্থীদের না।”

তিনি বলেন, “তারা যা করছে তার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছি অতি দ্রুত ব্যবস্থা নিতে। যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে বুঝব নির্বাচন কমিশন ছাত্রদলকে ফেভার দিচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামিম বলেন, “আমরা ১০০ ফুটের বাহিরে ডেস্ক বসিয়েছি।”

ঢাকা/সৌরভ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়