ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিকেল ৩টা পর্যন্ত টিএসসি কেন্দ্রে ভোট পড়েছে ৬৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২৫  
বিকেল ৩টা পর্যন্ত টিএসসি কেন্দ্রে ভোট পড়েছে ৬৩ শতাংশ

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে ভোট দিতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভোটকেন্দ্রে বিকেল ৩টা পর্যন্ত ৬৩ শতাংশ ভোট পড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে এ তথ্য জানান টিএসসি কেন্দ্রের প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।

আরো পড়ুন:

তিনি বলেন, “বিকেল ৩টা পর্যন্ত ৬৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।”

সকাল ৮টায় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হবে বিকেল ৪টায়। এই বছর ডাকসু নির্বাচনে মোট ১৮ হাজার ৯৫৯ জন নারী ভোটার রয়েছেন। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসবের আমেজ।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়