ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গবেষণাকে আন্তর্জাতিক মানে নিতে অভিনব চিন্তা জরুরি: জবি উপাচার্য

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৯ সেপ্টেম্বর ২০২৫  
গবেষণাকে আন্তর্জাতিক মানে নিতে অভিনব চিন্তা জরুরি: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, “গবেষণাকে আন্তর্জাতিক মানে নিতে অভিনব চিন্তা জরুরি। পাশাপাশি আমাদের গবেষণার বিষয়বস্তুতে বৈচিত্র্য, প্রাসঙ্গিকতা ও প্রয়োগযোগ্যতা নিশ্চিত করতে হবে।”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প প্রস্তাবনা রিভিউ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান রিভিউয়ার হিসেবে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

উপাচার্য বলেন, “গবেষণার গুণগত মান বজায় রাখতে রিভিউয়ারদের নিরপেক্ষ মতামত অপরিহার্য। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা সহকারী হিসেবে অন্তর্ভুক্ত করলে তারা দক্ষতা অর্জন, কিছু আর্থিক সুবিধা এবং নতুন অভিজ্ঞতা লাভ করবে। একইসঙ্গে তাদের নতুন দৃষ্টিভঙ্গি গবেষণাকে আরো আকর্ষণীয় ও মানসম্মত করে তুলবে।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে মানসম্মত গবেষণা নিশ্চিত হবে এবং এটি নতুন জ্ঞান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

অনুষদভিত্তিক রিভিউ কমিটির আহ্বায়ক হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, আইন অনুষদের ডিন জনাব খ্রীষ্টিন রিচার্ডসন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিভিউ কমিটির সদস্য সচিব ও গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এ কার্যক্রমে রিভিউয়ার হিসেবে অংশ নিচ্ছেন। চার দিনব্যাপী এ রিভিউ কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়