ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসুর ১২ সম্পাদক পদে একটিতেও নেই ছাত্রদল 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩৪, ১১ সেপ্টেম্বর ২০২৫
ডাকসুর ১২ সম্পাদক পদে একটিতেও নেই ছাত্রদল 

বুধবার সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভরাডুবি হয়েছে ছাত্রদলের। নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। সেই সঙ্গে জিএস, এজিএস ও অন্যান্য পদেও বড় জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মোট ১২টি সম্পদক পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন শিবিরের প্রার্থীরা। আর ৩টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

আরো পড়ুন:

এতে ভিপি পদে সাদিক কায়েম সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মো. মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১৭৭২ ভোট।

ভিপি, জিএস, এজিএস ছাড়াও ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে জয়ী হয়েছেন, মুক্তিযুদ্ধ  ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া। 

বাকি তিনটি সম্পাদকীয় পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। তারা হলেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়