ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসু নির্বাচন: প্রাথমিক প্রার্থী তালিকায় বৈধ ৩১৫, বাদ ৭

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩৯, ১১ সেপ্টেম্বর ২০২৫
রাকসু নির্বাচন: প্রাথমিক প্রার্থী তালিকায় বৈধ ৩১৫, বাদ ৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

তালিকায় সহ-সভাপতিসহ (ভিপি) সাতজনের নাম বাতিল করা হয়েছে। তবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রার্থিতা ফেরতের জন্য আবেদন করা যাবে।

আরো পড়ুন:

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এসব তথ্য তুলে ধরেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

প্রাথমিকভাবে যে সাতজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে, তারা হলেন: সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্স চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র।  সিনেট সদস্য পদে মারুফ হোসেন জেমস ও  মো. ওমর ফারুক সাফীন আজমীরের প্রাথমিক প্রার্থিতা বাতিল হয়েছে।

রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের (রাসকু) ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করায় এখন মোট প্রার্থী এসে দাঁড়িয়েছে ৩১৫ জনে।

অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “আমাদের মোট প্রার্থী ছিলেন ৩২২ জন, যার মধ্যে আমরা বিভিন্ন কারণে সাতজনের প্রার্থিতা বাতিল করেছি। বিভিন্ন কারণে তাদের প্রার্থীরা বাতিল করা হয়েছে, অনেকের ব্যাংক রশিদ নেই, সাক্ষর নেই, ছবি নেই, অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই। তবে আগামীকাল (বৃহস্পতিবার) তারা আবেদন করতে পারবেন প্রার্থিতা ফেরানোর জন্য। আমরা সেটা দেখব, যদি গ্রহণযোগ্য হয়; তাহলে আমরা বিবেচনা করে দেখব; আর গ্রহণযোগ্য না হলে তা বাতিল করা হবে।” 

ঢাকা/ফাহিম/রাসেল 

সর্বশেষ

পাঠকপ্রিয়