বর্ণাঢ্য আয়োজনে বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
উত্তরবঙ্গের জ্ঞানচর্চার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৭তম বছর পেরিয়ে ১৮তম বর্ষে পদার্পণ করেছে। উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে পালন করা হয় এ প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার (১২ অক্টোবর) সকালে উৎসবমুখর আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন হয় দিনব্যাপী কর্মসূচির। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বর্ণিল এ আনন্দ শোভাযাত্রা বেরোবি ছাড়াও পার্কের মোড়সহ নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন রংপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. রেজাউল হক।
এতে প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম।
এছাড়াও দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, বাদ আসর মিলাদ মাহফিল ও সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে, ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও উন্নয়ন পরিষদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এই মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মানসিক স্বাস্থ্য, গাইনি, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ ও চিকিৎসা সেবা দেন। এ সময় ফ্রি ওষুধও প্রদান করা হয়।
২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর শহরের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী