ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্নীতির কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না: জাকসুর জিএস

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৩৪, ২০ অক্টোবর ২০২৫
দুর্নীতির কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না: জাকসুর জিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম বলেছেন, “আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হত। আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে, এই সম্পদগুলো যদি কাজে লাগাতে পারলে আমাদের উন্নত বিশ্ব বলার মতো পরিবেশ তৈরি হবে। বহিঃশত্রুর আক্রমণ, দুর্নীতির করাল গ্রাস, নৈতিক মানের অবনতি- এ সবকিছুর কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না।”

সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

তিনি বলেন, “২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে আপনারা খবুই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। শহীদ আফনান, বিজয়, ওসমান ও সাব্বিরের রক্তাক্ত জনপদের আপনারা সংগ্রামী বীর। আপনারা যেভাবে দেশকে নিয়ে ভাবেন, সেভাবে হয়ত অন্যরা আগে ভাবত না। আপনারা দেশকে নিয়ে যে কল্পনা করেন, সে জায়গায় সেভাবে নিজেকে দক্ষ করে তুলতে হবে। এই দক্ষতার জায়গায় ছাত্রশিবির সবসময় আপনাদের পাশে থাকবে।”

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয় ব্রত চৌধুরী ও লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন।

ঢাকা/জাহাঙ্গীর/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়