ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২৭ অক্টোবর ২০২৫  
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের জন্য ১৩ সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। এতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোকাদ্দেসকে নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ নির্বাচন কমিশন ঘোষণা করেন।

আরো পড়ুন:

কমিশনের অন্য সদস্যরা হলেন— অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, ড. মো. রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর-উল-হায়দার, স্থপতি ইফতেখার রহমান এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা আগামী পরশুদিনের (২৯ অক্টোবর) মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, “নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অতি শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবে।”

ঢাকা/ইকবাল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়