ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ফ্যাসিস্টের দোসর’ থাকায় জুলাই সনদ অনুষ্ঠান বর্জন ছাত্র সংসদ নেতাদের

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:১৯, ২৯ অক্টোবর ২০২৫
‘ফ্যাসিস্টের দোসর’ থাকায় জুলাই সনদ অনুষ্ঠান বর্জন ছাত্র সংসদ নেতাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই সনদ-বিষয়ক এক অনুষ্ঠানে ‘ফ্যাসিস্টের দোসর’ উপস্থিত থাকার অভিযোগ তুলে তা বর্জন করেছেন ছাত্র সংসদের নেতারা।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে আয়োজিত যুবরাক নীতিনির্ধারণী এ অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলামকে আওয়ামী ফ্যাসিস্টের দোসর ও তার উপস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তারা অনুষ্ঠান ত্যাগ করেন।

আরো পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদের নেতৃত্বে অনুষ্ঠান বর্জন করেন উপস্থিত জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) জিএস মো. মাজহারুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দীন আম্মার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান প্রমুখ।

ডাকসু জিএস এসএম ফরহাদ বলেন, “আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাই জুলাইয়ের অংশ। কিন্তু কেউ যদি জুলাইবিরোধী অবস্থানে থাকেন, তার উপস্থিতি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। অধ্যাপক আইনুল ইসলাম ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তার উপস্থিতি আমাদের জন্য লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “যেহেতু এই অনুষ্ঠানটি ছিল জুলাই সনদ নিয়ে, তাই একজন জুলাইবিরোধী ব্যক্তির উপস্থিতি আমরা মেনে নিতে পারি না। সে কারণেই ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানটি বর্জন করেছেন।”

ফ্যাসিস্টের দোসর আখ্যা পাওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য দেন, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও সংবিধান বিশেষজ্ঞ ড. সুমিত বিসারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়