ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাবিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫ শিক্ষক

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১১ নভেম্বর ২০২৫  
শাবিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫ শিক্ষক

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ শিক্ষক পেয়েছেন ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৫’। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের আয়োজনে তিন দিনব্যাপী ১৩তম বার্ষিক ‘গবেষণা ও উদ্ভাবন’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

আরো পড়ুন:

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অব হেলথকেয়ার ডিজিটাল ট্রান্সফরমেশনের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারুফ। স্বাগত বক্তব্য দেন রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক স্বপন কুমার সরকার এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম।

ঢাকা/ইকবাল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়