ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসু: শিক্ষার্থী সংসদে ২৬৭ ও হল সংসদে ৪৫ মনোনয়ন সংগ্রহ

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১৭ নভেম্বর ২০২৫  
জকসু: শিক্ষার্থী সংসদে ২৬৭ ও হল সংসদে ৪৫ মনোনয়ন সংগ্রহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে তিনদিনে মোট ২৬৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদ নির্বাচনের জন্য ৪৫ জন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জকসুর নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান। 

আরো পড়ুন:

তিনি বলেন, “আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। গত তিনদিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬৭টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।”

ছাত্রী হল সংসদের জন্য মনোনয়ন সংগ্রহের তথ্য নিশ্চিত করেন হলের প্রাধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. আঞ্জুমান আরা। তিনি জানান, মোট ৪৫ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন।

হল সূত্র জানায়, ছাত্রী হলের ১৩টি পদের জন্য তিনটি ধারা থেকে প্রার্থীরা মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেল ১৩টি পদেই প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্যানেলও ১৩টি পদে ১৩ জনকে মনোনয়ন তুলেছে। বামধারার ‘চিন্তক’ প্ল্যাটফর্ম আটজনের আংশিক প্যানেল দিয়েছে।

সবমিলিয়ে ছাত্রী হলের ১৩টি পদের বিপরীতে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। হলে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২৩৭ জন।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়