ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১৮ নভেম্বর ২০২৫  
হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশির। ছবি: ভিডিও থেকে নেওয়া।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে আটক করা হয়েছে।  

সোমবার (১৭ নভেম্বর) শাহবাগ থানা পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে তাকে আটক করে। এসময় কয়েকজন শিক্ষার্থীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর লাভলু মোল্লাহকে আটকের বিষয়টি জানান। 

লাভলু মোল্লাহ শিশির তার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন। যেখানে লেখা, ‘আই ডোন্ট কেয়ার'। যার ক্যাপশনে তিনি লিখেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

আটকের আগে লাভলু ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, “আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। ঘণ্টা দুই ধরে মব করার জন্য কিছু লোক আমার বাসার সামনে এসেছে। পুলিশ এসেছে। আপনাদের কাছে আমি বললাম। আপনারা একটু দেখবেন। কারণ আমি তো কোনো অন্যায় করিনি।”

তাকে আটকের বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ফেসবুকে লিখেছেন, “লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।”

তিনি পোস্টে আরো লিখেছেন, “আমরা এখানে আসিনি তোষামোদি করতে বা ক্ষমতার লোভে। আমরা দাঁড়িয়েছি দুই হাজার শহীদের রক্তের ওপর, তাদের জন্য ন্যায়বিচার আদায়ের শপথ নিয়ে। এখানে কোনো বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতকের স্থান নেই।”

লাভলু মোল্লা শিশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা। এর আগে তিনি উপাচার্যের কার্যালয়ে সংযুক্ত দায়িত্বে ছিলেন। অভ্যুত্থানের পর তাকে সেই পদ থেকে সরিয়ে রেজিস্ট্রার দপ্তরে দেওয়া হয়।

ঢাকা/সৌরভ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়